উমরাহ সেভিং ব্যাংক কেন কিনবেন ?
✅ সঠিক নিয়ত করে টাকা জমিয়ে আপনার উমরাহ করার স্বপ্ন পুরন হবে।
✅ ১-২ বছরেই উমরাহ পালন করতে পারবেন।
✅অতিরিক্ত খরচ করার বাজে মানসিকতা দূর হবে।
✅ অপচয় করার প্রবনতা কমে যাবে, মিতব্যায়ি হবেন।
✅ নিজের হালাল টাকায় আল্লাহর মেহমান হবেন।
বাজারের অন্যান্য উমরাহ ব্যাংক থেকে কেনো আমাদের টা আলাদা
✅ কম দামী ও নিম্ন মানের উমরাহ ব্যাংকে পিভিসি প্লাস্টিক থাকে লোয়ার ও আপার পার্টে। আমাদের টা সম্পুর্ন ইম্পোর্টেড বোর্ড।
✅ যারা কম দামে বিক্রি করে তাদের টা দুই বা তিন স্তরের লেয়ার । আমাদের টা উপরে নিচে ৫ স্তর এর লেয়ার।
✅ অন্যান্য যে গুলো পাওয়া যায় সেখানে টাকার ঘর গুলো কাগজে প্রিন্ট করা । আমাদের টা এক্রিলিক এর উপরে প্রিন্ট যা আজীবন টিকবে।
✅ বাজারে অন্যান্য দের চেয়ে আমাদের সাউজ একটু বেশি বড়। যা বড় হজের জন্য ও টাকা জমাতে পারবেন।